শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁপাইনবাবগঞ্জে তিন জেএমবি সদস্য আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ৪:১০ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলার চাকলা এলাকায় অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ-জেএমবির তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে বেলা ১২টার দিকে তাদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়। আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার চাকলা মিয়াপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে রহমত আলী (৪৭), পার একলামপুর বিশ্বাসপাড়ার মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩), চাকলা কামারটেকপাড়ার হযরত আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন (৩০)। র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দুর্গাপুর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে রহমত আলীকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চাকলা এলাকা থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর আলম ও মোয়াজেম্ম হোসেনকে। এ সময় তাদের কাছ থেকে জেহাদী বই, পাসপোর্ট, মেমোরি কার্ড উদ্ধার করা হয়। তারা তিনজনই জেএমবির সক্রিয়া সদস্য বলে দাবি করেছেন র‌্যাবের এই কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন