শেরপুরের নব্য জেএমবির সদস্য আবুল কাশেমকে মোসাব (২১) কে বিস্ফোরক মামলায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ২৭ জুন শেরপুরের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম এ নূর এই রায় দেন। আবুল কাশেম শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনার হুজুরী কান্দা গ্রামের মৃত ছাফিল উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, আবুল কাশেম ২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে ফেসবুকের মাধ্যমে নব্য জেএমবিতে জড়িয়ে পড়ে। সংগঠনের নির্দেশে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে নকলার চন্দ্রকোনা বাজারে আবুল কাশেমের নিজ দোকান তানিশা গার্মেন্টসে ১৮ টি কন্টেইনার ভর্তি ৫৬৮ লিটার তরল বিস্ফোরক ও একটি খালি কন্টেইনার মজুদ করে। ওই বছরের ৫ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই সমস্ত মালামাল উদ্ধার করে এবং ৭ অক্টোবর একটি মামলা দায়ের করে। ২০১৭ সালের ২২ অক্টোবর রবিবার পুলিশের একটি বিশেষ দল টাঙ্গাইল জেলার কালিহাতি থানার এলেঙ্গা এলাকা থেকে কাশেমকে গ্রেফতার করে। পরে কাশেম ১৬৪ ধারায় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। দীর্ঘ শুনানির পর আজ ২৭ জুন ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যে আদালত কাশেমের উপস্থিতিতেই ২০০৮ সালের বিস্ফোরক আইনের ৪ ধারায় ১৪ বছর ও ৫ ধারায় ৭ বছর কারাদণ্ডাদেশ প্রদান করেন। কাশেমকে এই সাজা পর্যায়ক্রমে ২১ বছর পর্যন্ত ভোগ করতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন