যানজট আর ব্যস্তনগরী ঢাকা। ঈদ উপলক্ষে গত কয়েকদিন ঢাকা রুপ নেয় কোলাহল মুক্ত শহরে। রাস্তায় ছিল না কোনো যানজট কিংবা অফিস-আদালতগামী মানুষের ভিড়।
কয়েকদিন বিরতি দিয়ে আবারও ব্যস্ততম নগরী হতে চলেছে রাজধানী। নিজ নিজ কার্যালয়ে ফিরতে শুরু করেছে কর্মমুখী মানুষ। যদিও সরকারি অফিস আরও দু’দিন আগেই (সোমবার থেকে) খুলেছে।
বুধবার (২০ জুন) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রাজধানীমুখী মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী ট্রেনগুলোতে ছিল খুব ভিড়। এ যেনো ফাঁকা ঢাকা আবারও চিরচেনায় ফিরতে শুরু করেছে।আকবার আলী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি করেন। তার অফিস সোমবার থেকে খুললেও তিনি এদিন ঢাকায় চলে এসেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন