৫ কোটি টাকার উপরে বিদ্যুৎ বিল বছরের পর বছর বকেয়া থাকায় পটুয়াখালী পৌরসভার সড়কের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে ওজোপাডিকো কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যার পর এসব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসি ও পথচারিরা।
ওজোপাডিকো জানায়, পটুয়াখালী পৌরসভার কাছে ৫ কোটি টাকার উপরে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ কারণে মোট ১৪টি বিদ্যুৎ সংযোগের মধ্যে শুধু মাত্র সড়ক বাতির ৬টি লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বাকি ৮টি এখনও বিচ্ছিন্ন করা হয়নি। তবে, বকেয়া বিল পরিশোধ না করলে সেগুলোও বিচ্ছিন্ন করা হবে।
ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মু. আবদুস সালেক খান জানান, পৌরসভার কাছে প্রায় ৫ কোটি টাকার উপরে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় পৌর সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পটুয়াখালী পৌরসভার বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এ.কে.এম রিয়াজ উদ্দিন মজুমদার জানান, পৌরসভার উর্ধ্বতন কর্মকর্তারা ওজোপাডিকোর সঙ্গে অলোচনায় বসেছেন এবং আজকালের মধ্যেই বিদ্যুৎ সংযোগ ফের হয়ে যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন