শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মৃত্যু

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০১ এএম

নিচের অগভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বৈদ্যুতিক শর্টে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজান ইউপির আরিফুল ইসলাম (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আরিফ উপজেলার ঘোড়াপা গ্রামের আব্দুল হামিদের ছেলে। গতকাল রোববার দুপুরে উপজেলার বাগজানা বাসস্ট্যান্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন জানায়, ইরি বোরো ধান কাটা-মাড়াই প্রায় শেষের দিকে। জমিতে নতুন করে আর পানি দিতে হয় না। এ কারণে দুপুরে ওই কৃষক বাগজানা এলাকায় তার অগভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পানি সেচের মটরসহ সরঞ্জামাদি বাড়িতে আনার জন্য গেলে সেখানে অসাবধণতা বঃশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কৃষককে উদ্ধার জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন