শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আ’লীগ গাজীপুরে ফাউল করেছে রেহানা প্রধান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০২ এএম

 গাজীপুর সিটি নির্বাচনকে ফরমায়েশী নির্বাচন ও এ নির্বাচনকে যতো খারাপ বলা যায় তার চেয়ে জঘন্য নির্বাচন হয়েছে উল্লেখ করে জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেছেন, নৌকা জনগণের জন্য এখন কলঙ্কের নাম। দেশবাসী জানতে চায়, ব্যালট বইয়ে ভোররাতে নৌকা মার্কায় সিল মারা ছিল কেন? ৩ ঘন্টায় ৫০ ভাগ ভোট কাস্টিং কি করে সম্ভব? নৌকার প্রার্থী ভোটের ২ দিন পূর্বের রাতে পুলিশের গাড়িতে কোথায় গিয়েছিলেন? নৌকার বিজয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনে করতালির মহোৎসবের মাজেজা কি? সুতরাং গাজীপুরে ফরমালিন যুক্ত নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগ নৌকার কলঙ্ক মুছতে পারেনি। গতকাল আসাদ গেট জিইউপি মিলনায়নে নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাজেট মানেই উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। এই বাজেটে গরীবের ইনসাফ কায়েম হবে না। কলঙ্ক ও ঋণ খেলাপী রেখেই এই বাজেট ঘোষণা গরীবকে ভিখারী বানিয়ে দেবে এবং রাষ্ট্র পঙ্গুত্বের পথে হাঁটছে। জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, মাস্টার এম.এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, শেখ জামাল উদ্দিন, বেলায়েত হোসেন মোড়ল, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির, ইনসান আলম আক্কাছ, আন্তর্জাতিক সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, যুব জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল হক তুহিন, জাগপা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন