গাজীপুরে এক আর্কিটেক্ট ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকার ভাড়া বাসার নিজ কক্ষ থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ছাত্রীর নাম সুমাইয়া বেগম রিমা। তিনি ভুরুলিয়া এলাকার মডেল ইনস্টিটিউট অফ টেকনোলজির আর্কিটেক্ট বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই অমল চন্দ্র সাংবাদিকদের জানান, দুইমাস আগে রিমা ওই ভাড়া বাসায় উঠেন। তিনি একাই একটি রুমে থাকতেন। বুধবার সকাল থেকে তার রুমের দরজা বন্ধ ছিল। সাড়া-শব্দ না পেয়ে বাড়ির মালিক বিকেলে পুলিশকে জানায়।
সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে রিমার লাশ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। তার টেবিলে চিরকুট পাওয়া গেছে। তদন্তের স্বার্থে চিরকুটের তথ্য এখন প্রকাশ করেনি পুলিশ।
ধারণা করা হচ্ছে, রিমা রাতে আত্মহত্যা করেছেন।
মন্তব্য করুন