শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাজীপুরে ট্রাক দুর্ঘটনায় গরু বিক্রেতা নিহত

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১:১৫ পিএম
গাজীপুরে বালির ট্রাকের সঙ্গে গরুর ট্রাক ধাক্কা খেয়ে এক গরু বিক্রেতা নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মাওনা হাইওয়ে থানার এসআই হরিপদ জানান, শ্রীপুরের মাওনা ফ্লাইওভারে আজ শনিবার ভোরে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান খোকা (৩০) জামালপুর সদর উপজেলার সোনাকাথা এলাকার হোসেন আলীর ছেলে।
হতাহত সবাই জামালপুরের গরু ব্যবসায়ী। আহতরা হলেন জামালপুর সদর উপজেলার চরশী উপরীপাড়া এলাকার লাল মাহমুদের ছেলে খোরশেদ আলম (৩৪) এবং ট্রাকচালকের সহকারী মো. হযরত আলী (২১)।
তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আল আমিন বলেন, ব্যবসায়ীরা জামালপুর থেকে ট্রাকে করে ঢাকায় গরু নিয়ে যাচ্ছিলেন। মাওনা ফ্লাইওভারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা বালিবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
“এতে গরুর ট্রাকের  সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকে থাকা দুই গরু ব্যবসায়ীসহ তিনজন আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও কিছুক্ষণ পরেই খোকা মারা যান।”
ট্রাকে ১৫টি গুরু ছিল জানিয়ে তিনি বলেন, সেগুলো নিহত খোকার ব্যবসায়িক অংশীদার মো. বাবুল শেখ ও রহমত আলীর হেফাজতে দেওয়া হয়েছে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন