ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ঢাবি শিক্ষার্থী ছাত্রনেতা শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আন্দোলনকারীরা প্রজ্ঞাপনের দাবিতে ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রেস ব্রিফিংয়ের প্রস্তুতিকালে সন্ত্রাসীরা যে কায়দায় হামলা চালিয়েছে তা ন্যক্কারজনক। আইন শৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকা পালন করেছে। ঢাবি প্রশাসন এ হামলা ঠেকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
নেতৃদ্বয় বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর একের পর এক যে হামলা চলছে তা অসভ্যতার পরিচায়ক। অবিলম্বে এদের শাস্তির আওতায় আনতে হবে। কোটা সংস্কারে দ্রুত সরকারি প্রজ্ঞাপন জারি ও বিষয়টি নিষ্পত্তি করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন