শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ছাত্রলীগের পাল্টা স্লোগান, সরে গেলেন ছাত্রীরা

ঢাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ২:২৪ পিএম

কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ‘নিরাপদ ক্যাম্পাস চাই’ ব্যানারে এই মিছিল বের করেন দুই হলের ছাত্রীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে অপরাজেয় বাংলা হয়ে দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে দাঁড়ায়। এ সময় ‘এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন’, ‘আমার ভাই মার খেল কেন? প্রশাসন জবাব চাই’ বলে স্লোগান দেন ছাত্রীরা।

সে সময় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। এরপর ছাত্রলীগের কর্মীরা ছাত্রীদের পাশে অবস্থান করে ‘অবৈধ আন্দোলন মানি না মানব না’, ‘পড়ালেখা করব পরীক্ষা দেব’ পাল্টা স্লোগান দিতে থাকেন। এই পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সরে যান রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলের মেয়েরা।

ক্যাম্পাসে অস্থিতিশীলতার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে ‘সাধারণ শিক্ষার্থীর’ ব্যানারে মানববন্ধন। ছবি: দীপু মালাকার
শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে আছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এদিকে অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে ক্যাম্পাস অস্থিতিশীল করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মোকছেদুল মৌমিিনিন ৫ জুলাই, ২০১৮, ৪:৩১ পিএম says : 0
এ খেলায় সরকার হারবে এটা কাউকে বুঝতে হবে না আরোও বড় ভুল করবে আরো ও দেরি করলে ১৮+বয়সের ভোট গুলি কোথায় যাবে
Total Reply(0)
shohid ৯ জুলাই, ২০১৮, ১২:৪৮ পিএম says : 0
সারা দেশের আইন কানুন এই রাক্ষসি সরকার খাইয়া ফালাইছে, কিন্তু মুখে বড় বড় কথা বলতাছে যে আমাদের দলের জনপ্রিয়তা বেশি। এতই জনপ্রিয়তা---তো---পুলিশ ছাড়া মাঠ আইবার কও।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন