রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মধুখালীতে বিশাল অজগর আটক

একনজর দেখার জন্য নারী-পুরুষের ভিড়

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ফরিদপুরের মধুখালীতে উপজেলার গাজনা ইউনিয়নের বড়াইল গ্রামে বিশাল আকৃতির প্রায় ১৪/১৫ ফুট লম্বা ও ২৫/২৬ কেজি ওজনের একটি অজগর আটক করেছে গ্রামের জনতা। অজগরটি একটি খাচায় আটক করে রাখা হয়েছে এবং সেটি দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ ভীড় করছেন কৃষক আকরাম মৃধার বাড়িতে।
তবে বিশাল আকৃতির এ অজগর সাপটি কোথা এসেছে তা কেউ বলতে পারছেন না। বড়াইল গ্রামের কৃষক আকরাম হোসেন জানান, গত শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টায তার পুরাতন বাড়ি থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নিজ বাড়িতে ফিরে যাওয়ার পথে একটি বাগানের পাশে রাস্তার উপর বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে লোকজন ডেকে বস্তার মধ্যে আটক করে নিজ বাড়ি এনে একটি কাঠের খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখেন।
সরোজমিনে গতকাল শনিবার সকালে আকরামে বাড়িতে গিয়ে দেখা যায়, অজগরটি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ আকরামের বাড়িতে ভীড় করছেন। তবে এলাকার বিভিন্ন লোকজন বলছে কিছুদিন থেইে আমাদের এলাকার থেকে হাঁস মুরগি নিখোঁজ হচ্ছিল। এতেই ধারনা করা হচ্ছিল অজগরটি অনেকদিন আগে থেকেই এলাকায় অবস্থান করছিল ও তাদের হাস মুরগি খেয়ে ফেলছিল। তবে কিভাবে কখন কোথা থেকে এসেছে তা কেউ বলতে পারছেন না। এ ব্যাপারে মধুখালী উপলো নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার বলেন, এ এলাকায় এ ধরনের সাপ থাকার কথা নয়, কিভাবে কোথা থেকে এলো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে এবং সাপটি সংরক্ষনের জন্য বন বিভাগে বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন