শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রতারক চক্রের ৬ কোটি টাকা আত্মসাৎ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

চাকুরী ও ব্যবসার লোভ দেখিয়ে এক প্রতারক চক্র কুড়িগ্রাম থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৬কোটি টাকা। এ নিয়ে আদালতে মামলা গড়ালেও আসামী পক্ষের হুমকী-ধামকীতে নিরাপত্তাহীনতায় ভুগছে বিচার প্রার্থীরা। এইচ এম মশিউর রহমান মন্ডল পাপ্পু প্রতারক চক্রের মুল হোতা। তার নেতৃত্বে তিন সদস্যের প্রতারক চক্র। এরা সবাই একই পরিবারে সদস্য। অপর দু’সদস্য হলো- বাবা মতিউর রহমান মন্ডল ও ছোট ভাই হাসান আল মুলক। বেসরকারি ব্যাংকে অফিসার পদে চাকুরী দেয়ার নাম করে কুড়িগ্রামে ৩৫জন শিক্ষিত বেকার যুবকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে তিন কোটি ৬৭লাখ ৫০হাজার টাকা। এছাড়া অপর দুজন ব্যবসায়ীর কাছ থেকে ব্যাংকের মাধ্যমে দুই কোটি ২৩লাখ ১০হাজার টাকা আতœসাতের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকালে ভুক্তভোগীরা কুড়িগ্রাম প্রেসক্লাবে এসে এসব অভিযোগ করেন। এছাড়া দু’জন ব্যবসায়ীকেও প্রতারণার ফাঁদে ফাঁসিয়েছেন। এ ব্যাপারে কুড়িগ্রামে পৃথক ৪টি মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা। পুলিশ মুল প্রতারক এইচ এম মশিউর রহমান মন্ডল পাপ্পুকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও এ চক্রের অন্যতম হোতা মতিউর রহমান মন্ডল ও হাসান আল মুলক এখনও ধরা ছোঁয়ার বাইরে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন