মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

চীন থেকে দুই স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

মিত্র দেশ পাকিস্তানের জন্য চীনের উৎক্ষেপণ করা দুটি স্যাটেলাইট দিয়ে ভারতের ওপর নজরদারি করা হতে পারে বলে আশঙ্কা করছে দেশটি। সোমবার চীনের জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণকেন্দ্র থেকে পিআরএসএস-১ ও পাক টেস-১ এ নামের স্যাটেলাইট দুটি উৎক্ষেপণ করা হয়। স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে লংমার্চ-২সি রকেটে করে উপগ্রহ দুটি তাদের কক্ষপথে স্থাপন করা হয়। চীনের বাইরের কোনো দেশের জন্য চীনা পদ্ধতিতে তৈরি এটি ১৭তম স্যাটেলাইট। এ দুটি স্যাটেলাইট পাকিস্তানের জন্য নতুন দিগন্ত খুলে দেবে বলে দেশটির সরকারের বিব্রিতিতে জানানো হয়েছে। পিআরএসএস-১ চীনের তৈরি করা প্রথম রিমোট নিয়ন্ত্রিত স্যাটেলাইট। এটি যা পাকিস্তানের কাছে বিক্রি করা হয়েছে। স্যাটেলাইটটি পাকিস্তানের প্রাকৃতিক বিপর্যয়ের আগাম বার্তা দেবে। সেই সঙ্গে কৃষিক্ষেত্রেও কাজে লাগানো হবে এর মাধ্যমে পাঠানো চিত্রগুলো। অন্যদিকে পাক টেস-১ এ স্যাটেলাইটটি তৈরি করেছে পাকিস্তান মহাকাশ গবেষণা সংস্থা পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন। তবে এটি চীনা মহাকাশ যানের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে। স্যাটেলাইটটির মাধ্যমে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) ওপর কড়া নজর রাখতে পারবে দুই দেশ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্যাটেলাইট দুটির মাধ্যমে বিভিন্ন বিষয়ের পুঙ্খানুপুঙ্খ চিত্র পৌঁছে যাবে বেইজিং ও ইসলামাবাদের কাছে। সাউথ এশিয়ান মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন