শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

অসঙ্গতিপূর্ণ নিয়োগ বিধিমালা

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

স্বাস্থ্য বিভাগীয় নন মেডিক্যাল কর্মচারী নিয়োগবিধিমালা প্রকাশ করেছে সরকার। ঐ গেজেটে মেডিক্যাল টেকনোলজিস্ট পদগুলোতে রয়েছে নানান অসঙ্গতি। মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) পদে ২০% কোটায় ল্যাব অ্যাটেনডেন্টকে ল্যাব টেকনোলজিস্ট পদে পদোন্নতির সুযোগ দেওয়া হয়েছে, যেখানে ল্যাব টেকনোলজিস্টের মতো গুরুত্বপূর্ণ পেশায় কাজ করতে ল্যাব টেকনোলোজিতে ডিপে¬ামা এবং বিএসসি ডিগ্রি অর্জন করতে হয়, সেখানে ৭-৮ বছর চাকরি করেই এসএসসি পাস ল্যাব অ্যাটেনডেন্ট হবে ল্যাব টেকনোলজিস্ট! এই নিয়োগে এই পদটির পাশাপাশি জনস্বাস্থ্যসেবাও হুমকির মুখে পড়বে, একইভাবে ফিজিওথেরাপি টেকনোলজিস্ট নিয়োগেও পেশাগত কোনো ডিগ্রি না থাকা সত্তে¡ও এইচএসসি পাসরাও এই পদে চাকরি করতে পারবে, যা চিকিত্সাসেবায় মারাত্মক ভয়ংকর। তাই অবশ্যই প্রকাশিত নিয়োগবিধি সংশোধন করে নিয়োগ দিয়ে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন।
প্রবীর ঘোষ
মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব), বিজিএমইএ, ঢাকা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন