শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

‘নেত্রকোনায় ৩ লাখ ৫৬ হাজার ৫ শত ৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে’

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ১৪ জুলাই নেত্রকোনা জেলার ৩ লক্ষ ৫৬ হাজার ৫ শত ৯৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের উদ্যোগে ইপিআই ভবনে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম বলেন, ২ হাজার ২ শত ৬৪ টিকা কেন্দ্রে মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ৬ শত ২২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাসের ৩ লক্ষ ১৯ হাজার ৯ শত ৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিলোৎপল তালুকদার, প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী ও সম্পাদক শ্যামলেন্দু পাল বক্তব্য রাখেন। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন