শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

তুরস্কে জরুরি অবস্থার অবসান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

তুরস্কে ব্যর্থ এক সামরিক অভ্যুত্থানের পর থেকে জারিকৃত জরুরি অবস্থা প্রত্যাহৃত হয়েছে। দুই বছর আগে জরুরি জারি করা হয়েছিল। তুরস্কের স্থানীয় সময় বুধবার মধ্যরাতে জরুরি অবস্থার মেয়াদ শেষ হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। এক ঘোষণায় দেশটির সরকার জানায়, জরুরি অবস্থার মেয়াদ আর বাড়াবে না তারা। এরপর পূর্ব নির্ধারিত সময়েই জরুরি অবস্থার মেয়াদ শেষ হয়। প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান পুনর্র্নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহ পর জরুরি অবস্থার মেয়াদ আর না বাড়ানোর এ সিদ্ধান্ত এলো। এর আগে তিন মাস তিন মাস করে সাতবার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছিল এরদোগান সরকার। বিবিসি জানিয়েছে, ব্যর্থ অভ্যুত্থানের পর জারিকৃত জরুরি অবস্থা চলাকালীন লক্ষাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে বা চাকরিচ্যুত করা হয়েছে। সরকারি পরিসংখ্যান ও বেসরকারি সংস্থাগুলোর তথ্যানুযায়ী, এ সময় জরুরি ডিক্রি জারি করে এক লাখ সাত হাজারেরও বেশি লোককে সরকারি চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ৫০ হাজারেরও বেশি লোককে বিনাবিচারে কারাগারে পাঠানো হয়েছে। ব্যর্থ ওই অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা ইসলামপন্থি তুর্কি নেতা ফেতুল্লাহ গুলেন ও তার সমর্থকদের দায়ী করেছে তুরস্ক। অভিযোগ অস্বীকার করেছেন গুলেন; যিনি এক সময় প্রেসিডেন্ট এরদোগানের রাজনৈতিক মিত্র ছিলেন। যাদের চাকরিচ্যুত করা হয়েছে ও জেলে পাঠানো হয়েছে তারা গুলেনের সমর্থক বলে অভিযোগ তুরস্ক সরকারের। ২০১৬ সালের ওই অভ্যুত্থানের সময় সামরিক বিমান থেকে পার্লামেন্টে বোমাবর্ষণ করা হয়েছিল এবং আড়াইশোরও বেশি লোক নিহত হয়েছিল। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
mohammad alamgir hossain ২০ জুলাই, ২০১৮, ১০:৫৫ এএম says : 0
ardogan is a great leader in the world and he is very honest .
Total Reply(0)
Now Pilitics ৩০ জুলাই, ২০১৮, ২:৫৮ এএম says : 0
জরুরি অবস্থা তুলে নেয়া ভাল।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন