শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

পাকিস্তানের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ৪ প্রার্থী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

পাকিস্তানের জাতীয় নির্বাচনে এবারে তৃতীয়লিঙ্গের চারজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে এ নির্বাচনে তারা প্রতিদ্ব›িদ্বতা করছেন বলে জানিয়েছেন তৃতীয়লিঙ্গের অন্যতম প্রার্থী নায়াব আলি। নায়াব আলি জানিয়েছেন, তৃতীয়লিঙ্গের কারণে স্বজনরাই তাকে শারীরিক ও যৌন নিপীড়ন করত। একসময় এসব সহ্য করতে না পেরে ১৩ বছর বয়সে ঘর ছাড়েন তিনি। কিন্তু ঘর থেকে বেরনোর পর তিনি অ্যাসিড হামলার শিকার। তারপরও দমে যাননি নায়াব। বরং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি গ্রহণ করেছেন। এবার জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। তিনি আরও বলেন, আমি বুঝতে পেরেছি, রাজনৈতিক শক্তি এবং পার্লামেন্টের অংশ না হলে আমরা আমাদের অধিকার অর্জন করতে পারব না। পাকিস্তানের রক্ষণশীল সমাজ ব্যবস্থায় তৃতীয়লিঙ্গের মানুষ চরম বৈষম্যের শিকার। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এমনকি কর্মসংস্থানের সুযোগ পাওয়ার মত মৌলিক মানবিক অধিকার থেকেও বঞ্চিত হতে হয়। প্রায় এক দশক আগে দেশটির জাতীয় পরিচয়পত্রে তৃতীয়লিঙ্গকে স্বীকৃতি দেওয়া হয়। বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন