আলোচিত যুবলীগ নেতা ফরিদুল ইসলাম ফরিদ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাসহ আট আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল (রোববার) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এই নির্দেশ দেন। আসামিরা হলেনÑ নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুছা, দেওয়ানবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাসেল এবং আওয়ামী লীগ কর্মী জানে আলম, নবী, ইকবাল, তৌহিদুল আলম, মাসুদ ও মুরাদ।
মহানগর দায়রা জজ আদালতের পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়া আসামিরা আদালতে আত্মসমর্পণ করেছিলেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। একই মামলায় ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফয়সাল আসামির তালিকায় থাকলেও তিনি আত্মসমর্পণ করেননি।
ক্যাবল ব্যবসা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রæপের দ্ব›েদ্বর জেরে গত ২৭ এপ্রিল নগরীর চকবাজার থানার ডিসি রোডে ফরিদকে গুলি করে হত্যা করা হয়। ফরিদ চকবাজার ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার স্ত্রী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন