আগামীকাল কক্সবাজার পৌরসভা নির্বাচন। নিবর্বাচনের আগে ধানের শীষের নেতা কর্মী ও এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমি ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি লুৎফুর রহমা কাজল। তিনি গতকাল বিকেলে জেলা বিএনপি অফিসে এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা যৌথভাবে ধানের শীষের নেতা কর্মী ও এজেন্টদের হুমি ধমকি দিচ্ছে এবং ধর পাকড় করছে। তিনি বলেন, সুষ্ঠু এবং প্রভাবমুক্ত নির্বাচন হলে কক্সবাজার শহরে ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম বিপুল ভোটে বিজয় হবেন।
আওয়ামী লীগের প্রার্থী রাতদিন আচরণ বিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে সংবাদ সম্মলনে অভিয়োগ করেন বিএনপির এই নেতা। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এই সংবাদ সম্মলনে জেলা সম্পাদক এড শামীম আরা স্বপ্না, এড আবু ছিদ্দিক ওসমানী, প্রার্থী রফিকুল ইসলাম ও রাশেদ মুহাম্মদ আলী প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মলনে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপর ছাত্রলীগের বর্বর হামলার তীব্র নিন্দা জানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন