শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

র‌্যাবের অভিযানে মাদকসহ দুই ভাই আটক

লক্ষীপুর আঞ্চলিক অফিস : | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

লক্ষীপুরের রায়পুরে র‌্যাবের অভিযানে মাদকসহ দেলোয়ার হোসেন মাইকেল ও লিটন নামের দুই সহোদরকে নিজেদের বাসভবন থেকে আটক করা হয়েছে। গত সোমবার রাত ১০ টার সময় উপজেলার শিবপুর গ্রাম থেকে তাদের আটক করে র‌্যাব-১১ এর ল²ীপুর ক্যাম্প । এসময় তাদের কাছ থেকে ১২৬ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও নগদ ১৫ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত দেলোয়ার হোসেন ও লিটন শিবপুর গ্রামের আবুল কালামের ছেলে। দেলোয়ার হোসেন মাইকেলের মাদক স¤্রাট হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব। আটককৃত অন্যজন দেলোয়ারের ভাই ।
র‌্যাবের ল²ীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতি. পুলিশ সুপার নরেশ চাকমা তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন