শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

ইতিহাসে সবচেয়ে নোংরা নির্বাচন : শাহবাজ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে মুসলিম লিগ (নওয়াজ)। ‘ব্যাপক অনিয়মের’ অভিযোগ করে দলটির প্রধান শাহবাজ শরিফ বলেছেন, ‘এ নির্বাচন গ্রহণযোগ্য নয়।’ নির্বাচনে কারচুপির অভিযোগ করে শাহবাজ শরিফ বলেন, ‘এটা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে নোংরা নির্বাচন।’ শাহবাজ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। নওয়াজ শরিফ বর্তমানে কারাবন্দি। বুধবার পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার লাহোরে সংবাদ সম্মেলন করেন শাহবাজ শরিফ। এ ছাড়া দিবাগত রাতে টুইটারেও নিজের ক্ষোভের কথা জানান তিনি। শাহবাজ বলেন, ‘জনগণের রায় নিয়ে স্থূল কারচুপি হয়েছে।’ তিনি বলেন, ‘গরমের মধ্যেও ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। কিন্তু যখন গণনা শুরু হলো, আমি দেখলাম ভয়াবহ অবস্থা।’ শাহবাজ অভিযোগ করেন, ঠিকমতো ফল ঘোষণা করা হ”ি ছল না। তার দলের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। শাহবাজ বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি। অন্য রাজনৈতিক দলগুলোও এসব অভিযোগ করেছে। আমরা তাদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করব।’ তার দল গণতান্ত্রিক উল্লেখ করে শাহবাজ বলেন, ‘ফল যাই হোক, আমরা মেনে নিতাম। কিন্তু জনগণের রায়কে এভাবে অশ্রদ্ধা করাটা সহ্য করার মতো না।’ তবে শাহবাজ শরিফের অভিযোগ অস্বীকার করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচন শেষ হওয়ার পরই তা সুষ্ঠু হয়েছে বলে দাবি করে কমিশন। দলীয় এজেন্ট বের করে দেওয়া প্রসঙ্গে কমিশনের সচিব বাবর ইয়াকুব ফাতেহ জানান, যেসব রাজনৈতিক দল ভালো করেনি, সেসব দলের এজেন্টরা নিজেরাই ভোটকেন্দ্র ছেড়ে চলে যায়। দ্য ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mamun Khandkar ২৭ জুলাই, ২০১৮, ৩:৫৭ এএম says : 0
এবার মনে হয় পাকিস্তানের আরও মহা সর্বনাশ হতে পারে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন