রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কালকিনিতে ফলদ বৃক্ষমেলা ও প্রাণী সম্পদ সেবা কেন্দ্রের উদ্বোধন

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিনব্যাপী ফলদবৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলা চত্ত¡রে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীনের সভাপতিত্বে এসময় ফলদবৃক্ষও বিতরন করা হয়।
একই সাথে প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় কয়ারিয়া ইউনিয়ন সেবা কেন্দ্রের উদ্বোধন ও প্রদর্শনীর মালামাল বিতরন করা করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী’র ঘোষিত সবার জন্য বাসস্থান প্রকল্পের দরিদ্রদের মাঝে ঘর বিতরন, সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন