শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভৈরবে ফলদ বৃক্ষমেলা

ভৈরব (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

কিশোরগঞ্জের ভৈরবে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। ভৈরব উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্ত¡রে আয়োজিত বৃক্ষ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলো চেয়ারম্যান আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, ভাইস চেয়ারম্যান আল মামুন, মহিল ভাইস চেয়ারম্যান মনোয়রা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো: আনিসুজ্জামান, সহকারি কৃষি অফিসারগণ ও অন্যান্য কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি দুটি গাছের চারা রোপন করেন এবং বিনামুল্যে স্কুল শিক্ষার্থীদের হাতে গাছের তুলে দেন। এছাড়াও মেলায় আগত দর্শনার্থীদের বিনোদন দিতে বেলা ১২টায় মেলা মাঠে শুরু হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন