শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

৭শ’ শিশু এখনো পরিবার বিচ্ছিন্ন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসীবিরোধী পদক্ষেপের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ২,৫০০ শিশুকে মা-বাবা ও অভিভাবকদের সঙ্গে একত্রিত করতে ২৬ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল যুক্তরাষ্ট্রের আদালত। তবে সে সময়সীমার মধ্যে ১,৮০০ জন শিশুকে পরিবারের সঙ্গে একত্রিত করতে পারার কথা জানিয়েছে প্রশাসন। এখনও পরিবার বিচ্ছিন্ন অবস্থায় আছে আরও ৭০০ শিশু। ট্রাম্প প্রশাসনের বক্তব্যকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান খবরটি জানিয়েছে। স¤প্রতি ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স নীতি’র আওতায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে শুরু হওয়া আটক অভিযান ও মামলার জেরে আড়াই হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়। শিশুরা আইনের চোখে অপরাধী না হওয়ায় তাদেরকে আটক মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়। মার্কিন অভিবাসন কর্মকর্তারা জানান, শুধু ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত ২ হাজার ২০৬ জন বাবা-মার কাছ থেকে ২ হাজার ৩৪২ জন শিশুকে বিচ্ছিন্ন করা হয়েছে। সাবেক ও বর্তমান ফার্স্ট লেডি, রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাসহ নির্বিশেষে ট্রাম্প প্রশাসনের শিশু বিচ্ছিন্নকরণ পদক্ষেপের সমালোচনা করেন। ফুঁসে ওঠে সাধারণ মার্কিনিরাও। দেশের বাইরেও ক্যাথলিক ধর্মগুরু পোপ ও কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ অনেকেই সমালোচনা করেন। চাপের মুখে বিচ্ছিন্নকরণ ঠেকাতে ‘পরিবারকে একত্রিত রাখা’র এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তবে সেই আদেশেও আগে থেকে বিচ্ছিন্ন হওয়া দুই সহস্রাধিক শিশুর ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে কিছু বলা হয়নি। এ পরিস্থিতিতে গত ২৬ জুন সান ডিয়াগোর ফেডারেল বিচারক ডানা সাবরাও বিচ্ছিন্ন শিশুদেরকে পরিবারের সঙ্গে একত্রিত করার জন্য ট্রাম্প প্রশাসনকে সময় বেঁধে দেন। ৫ বছরের কম বয়সী সন্তানদের পরবর্তী ১৪ দিনের মধ্যে আর তার চেয়ে বড় শিশুদের ৩০ দিনের মধ্যে মিলিত করার নির্দেশ দেন। সে অনুযায়ী ২৬ জুলাই শিশুদের পরিবারের সঙ্গে একত্রিত করার সময়সীমা শেষ হয়। দ্য গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন