রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রাঙা সকাল নিয়ে রুম্মান রশীদ খানের ৫ বছর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

মাছরাঙা টেলিভিশনের সকাল বেলার নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’ সরাসরি প্রচার হচ্ছে চ্যানেলটির প্রতিষ্ঠালগ্ন ২০১১ সালের ৩০ জুলাই থেকে। অনুষ্ঠানটি প্রচার হয় সকাল ৭টা থেকে ৯টা। দেশের আলোকিত মানুষদের নিয়ে দিন শুরু করার চমৎকার ভাবনা নিয়ে সাজানো রাঙা সকাল সঞ্চালনার সঙ্গে নাট্যকার, চলচ্চিত্রের চিত্রনাট্যকার ও চিত্রসমালোচক রুম্মান রশীদ খান যুক্ত হন ২০১৩ সালের ২৭ জুলাই। সংখ্যার হিসাবে এই জনপ্রিয় অনুষ্ঠানের সঙ্গে রুম্মানের স¤পৃক্ততার আজ ৫ বছর পূর্ণ হয়েছে। প্রথম পর্বে রুম্মান তার অতিথি হিসেবে পেয়েছিলেন আলোকচিত্রী মনোয়ার আহমেদ ও ভাওয়াইয়া গানের শিল্পী হারুন অর রশীদকে। এ পর্যন্ত ১০৩৬ জন অতিথির জীবনের গল্প শুনতে পারাটা রুম্মান তার জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে মনে করেন। তিনি বলেন, রাঙা সকাল অনুষ্ঠানের মূল ভাবনা আমাদের মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর। দেশকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেসব আলোকিত মানুষ, প্রতিদিন সকালে ঘুম ভেঙে তাদের সাথে দিনটি শুরু করার পরিকল্পনা জনাব অঞ্জন চৌধুরীর। এই দীর্ঘ যাত্রায় স্যারের পরামর্শ, সহযোগিতা ছিল অকৃত্রিম। তাছাড়া রাঙা সকাল অনুষ্ঠানের পেছনে কাজ করে একটি অসাধারণ কার্যকরী দল। গবেষনা, রূপসজ্জা, আলোকসজ্জা, শব্দ নিয়ন্ত্রণ, সার্বিক তত্বাবধানে যারা আছেন প্রতিটি মানুষেরই দিন শুরু হয় রাঙা সকাল-এর সাথে। কনকনে শীত কিংবা মুষলধারে বৃষ্টি- বৈরী আবহাওয়া সব ধরনের পরিস্থিতিই সামলে নেবার অসাধারণ ক্ষমতা রয়েছে রাঙা সকাল দলের। রুম্মান জানান, শুরুতে মুন্নী, মৃদুল, অদিতি, সায়মা, শীতল, সাজিয়া, তাসনুভা, জিয়ন বেশ কজন উপস্থাপনা করলেও এখন রুম্মান ছাড়াও উপস্থাপক প্যানেলে আছেন কিবরিয়া, নন্দিতা, সাকি ও লাবন্য, পাবনা থেকে শ¤পা ও জাকারিয়া। রাঙা সকাল’ প্রযোজনা করছেন রকিবুল আলম রুশো ও জোবায়ের ইকবাল। রাঙা সকাল উপস্থাপনা ছাড়াও রুম্মান রশীদ খান ২০১২ সাল থেকে মাছরাঙা টেলিভিশনের সঙ্গে যুক্ত আছেন। এখন তিনি সহকারী ব্যবস্থাপক (ক্রিয়েটিভ ইন-চার্জ)-এর দায়িত্ব পালন করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন