রাজশাহীর কাশিয়াডাংগা থানার নবগংগায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে গুলি বিনিময়ে মুকুল (৪৫) নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
শনিবার (২৮ জুলাই) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
মুকুল পবার কাঁঠালবাড়িয়া এলাকার বদর উদ্দিন শেখের ছেলে।
র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবগংগা এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে র্যাব। এসময় মাদক বিক্রেতারা টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক মাদক বিক্রেতার মৃত্যু হয়। পরে জানা যায়, তার বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় মাদক, চোরাচালানসহ সাতটি মামলা রয়েছে। তিনি রাজশাহীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
মেজর আশরাফুল ইসলাম জানান, রাতে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, ৫৮ বোতল ফেনসিডিল ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন