শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভাইদের ঝগড়ায় মা নিহত

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৮, ১২:০৬ এএম

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সহোদর ছয় ভাইয়ের ঝগড়ার সময় বৃদ্ধ মা নিহত হয়েছে। গত সোমবার রাত ৯টার সময় পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মৃত রুস্তম আলীর ৬ ছেলে তাদের পিতার জমির ভাগবন্টন নিয়ে বিরোধ চলছিল। বিরোধকৃত জমি নিয়ে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে তাদের বৃদ্ধ মা ঝগড়া থামাতে গিয়ে মারা যান। পুলিশ ওই রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান মল্লিক জানান, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন