শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

গণপরিবহন শূন্য রাজধানী, ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১:১৬ পিএম

পরিবহন মালিকদের অঘোষিত ধর্মঘটের ফলে পুরো রাজধানী গণপরিবহন শূন্য হয়ে পড়েছে। শহরের কোনো সড়কে যানবাহন নেই। কয়েকটি প্রাইভেটকার, রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা ছাড়া কোনো যানবাহন চলছে না। এতে সকাল শুরু হতেই চরম ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। শতশত মানুষকে রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। অঘোষিত ধর্মঘটের অংশ হিসেবে রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ি, গাবতলীসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে পরিবহন শ্রমিকরা।

এদিকে নিরাপদ সড়কের দাবি ও শিক্ষার্থীদের উপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীর মিরপুরের সনি সিনেমা হলের সামনে মানববন্ধন করে মনিপুর উচ্চ বিদ্যালয় ‘৯৫ ব্যাচ ।

এসময় তারা বিভিন্ন স্লোগান ও লেখা সম্বলিত প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে সরকারের কাছে দাবী জানান । যেসব স্লোগান লেখা ছিলো তা হচ্ছে, ‘ আমি মা এসেছি সন্তানের নিরাপত্তার জন্য’ নিরাপদ বাড়ি ফিরুক প্রতিটি প্রাণ, প্রতিযোগিতামূলক গাড়ি চালান বন্ধ করুন, বিআরটিএর দুর্নীতি বন্ধ করুন, নিরাপদ সড়ক চাই ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন