নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর মিরপুরে অষ্টম দিনের মতো মিছিল করছেন শিক্ষার্থীরা।
রোববার দুপুরে মিরপুর-২ নম্বর থেকে প্রায় তিনশ শিক্ষার্থী একটি মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় যান।
এ সময় ৬০-৭০টি মোটরসাইকেলে করে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পেছনে পেছনে যান।
পরে গোলচত্বর এলাকায় শিক্ষার্থীদের ঘেরাও করে তাদের মিরপুর-২ এর দিকে ফেরত পাঠানো হয়।
বর্তমানে শিক্ষার্থীরা মিরপুর সুইমিংপুল এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
বর্তমানে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের প্রায় তিনশ নেতাকর্মী অবস্থান নিয়েছেন।
এ ছাড়া রাস্তার দুই পাশে তাদের অবস্থান করতে দেখা গেছে।
ওই এলাকায় সাংবাদিকদের ছবি তুলতেও বাধা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কাফরুল থানার এক এএসআই বলেন, ছাত্রদের আজ রাস্তায় অবস্থান করতে দেয়া হবে না।
মন্তব্য করুন