শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ছাত্রলীগের ধাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিতে পারেননি শিক্ষার্থীরা, আটক ১

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ২:৫৯ পিএম

রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ সড়ক চাই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আজ অবস্থান বা বিক্ষোভ করতে দেয়নি পুলিশ।

গত সাত দিনের মতো আজ সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিতে এলেও যুগলীগ-ছাত্রলীগের ধাওয়ায় তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় ছাত্রলীগকর্মীদের হাতে লাঠিসোটা দেখা গেছে।

দুপুর ১২টার দিকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের রায়হান নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নিরাপত্তার অজুহাত দেখিয়ে আজও রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় দূরপাল্লা ও রাজধানীর অভ্যন্তরে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন