কুমিল্লার নাঙ্গলকোটে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মেহেদী হাসান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে মাহিনী-নাঙ্গলকোট সড়কে উপজেলার অলিপুর বাজারের পাশে আল মদিনা ব্রিক্স নামক একটি ইটভাটার সামনে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত মেহেদী উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের অলিপুর গ্রামের একরামুল হকের ছেলে।
মামা আবু ইউসুফের দাবি, মেহেদী কোনো প্রকার মাদক কারবারে জড়িত ছিলেন না। তার বিরুদ্ধে থানায় মাদকের কোনো মামলাও নেই। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন। নাঙ্গলকোট থানা পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের অভিযানে গেলে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন। এ সময় মাদক কারবারিদের ছোড়া গুলিতে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম গুলিবিদ্ধ হন। এ ছাড়া অলি উদ্দিন নামের এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে আহত করে মাদক কারবারিরা।
ওসি মো.নজরুল ইসলাম বলেন, ঘটনার পর মেহেদীর প্যান্টের পকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি রামদা, একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন