আলোকচিত্রী শহিদুল আলমকে বাসা থেকে অপহরণ করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর দৃক গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে তিনি এ কথা জানান।
রেহনুমা আহমেদ জানান, গতকাল ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে শহিদুলকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এসময় ৩০-৩৫ জনের একটি দল উপস্থিত ছিলেন। এ সময় বাড়ির সিসি ক্যামেরা ভেঙে ফেলে তারা হার্ডডিস্ক নিয়ে যায়। তবে গতকাল রাতে ডিবি অফিসে যোগাযোগ করলে তার ব্যাপারে কোনো তথ্য দেয়া হয়নি। তিনি আজ বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জেনেছেন শহিদুলকে ডিবি অফিসে নেয়া হয়েছে।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে ফোন করে তাকে ডিবি কার্যালয়ে যেতে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী খুশী কবির, নারীনেত্রী শিরিন হক, এনজিওকর্মী তাহমিনা রহমান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন