ঢাকার কেরানীগঞ্জে গাড়ির ফিটনেসের কাগজপত্র ও চালকের লাইসেন্স না থাকায় সৈকত (২০) নামে এক লেগুনাচালকের সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমাবার বেলা ১১টায় কোনাখোলা এলাকায় ট্রাফিক সপ্তাহ পালন উপলক্ষে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দন্ড দেন।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান জানান, সকালে কোনখোলা এলাকায় বিভিন্ন গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভারদের লাইসেন্স তল্লাশি করার সময় একটি লেগুনা বেপোরোয়া গতিতে চালিয়ে আসলে তাদের গতিরোধ করে গাড়িটি থামিয়ে দেই। তল্লাশি করার সময় এই গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভারের লাইসেন্স না থাকায় ড্রাইভার সৈকতকে সাত দিনের কারাদন্ড দেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন