ঝালকাঠির রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে দুঃস্থ ও অসহায় পরিবারের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। এ চাল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার বড়ইয়া ইউনিয়নের দুঃস্থ অসহায় পরিবারের মাঝে পূর্বে তালিকা অনুযায়ী বিনামূল্যে ঈদ-উল-আযহার বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হয়। উপজেলা ত্রান অফিস সূত্রে জানা গেছে, বড়ইয়া ইউনিয়নে মোট ১৪৪৫ টি পরিবারকে ২০ কেজি হারে চাল বিতরণ করা হবে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। ২০ কেজির স্থলে ১০ কেজি চাল দেয়া হচ্ছে। কার্ডধারী রিনা বেগম জানায়, মোরা কত কেজি চাল পাব তা জানিনা এহন মাইপা দেহি ৯ কেজি ৯ শত ৭০ গ্রাম। কার্ডধারী আনছার, মনিরুজ্জামান, খোকন, অভিযোগ করে বলেন - বালতিতে ১০ কেজি বলে দেয়, কিন্তু ৮/৯ কেজির বেশি চাল হয় না। ২০ কেজি চাল পাব তা জানায়নি মেম্বররা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন