শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

টিকিট পেতে কমলাপুরে হাজারো মানুষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১১:৩৪ এএম

পবিত্র ঈদ-উল-আজহায় বাড়ি যাওয়ার জন্য ট্রেনের আগাম টিকিট পেতে কমলাপুর রেলস্টেশনে ভিড় করেছেন হাজারো মানুষ। অনেকেই বৃহস্পতিবার বিকাল থেকে এসে লাইন ধরতে স্টেশনে অবস্থান করেছেন। রাতে সেখানেই কাটিয়েছেন টিকিট প্রত্যাশীরা।
আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ শুক্রবার দেয়া হচ্ছে ১৯শে আগস্টের টিকিট। মোট ৩৫টি আন্তঃনগর ট্রেনের জন্য ২৬ হাজার ৮৯৫টি টিকিট বিক্রি হচ্ছে এদিন। টিকিট প্রত্যাশীরা বৃহস্পতিবার বিকেল থেকে স্টেশনে আসতে শুরু করেন।
ভোর হতে না হতে তাদের সারিবদ্ধ লাইন দীর্ঘ হতে হতে স্টেশনের বাইরে চলে যায়।
গত বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া আগাম টিকিট বিক্রি চলবে আগামী ১২ই আগস্ট পর্যন্ত। আগামীকাল শনিবার দেয়া হবে ২০শে আগস্টের টিকিট, রোববার দেয়া হবে ২১শে আগস্টের আগাম টিকিট।
একইভাবে আগামী ১৫ আগস্ট থেকে ঢাকা ফেরত যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ১৬, ১৭, ১৮ ও ১৯শে আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮শে আগস্টের টিকিট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন