রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

লক্ষীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

লক্ষীপুর থেকে মো.কাউছার | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে লক্ষীপুরের রায়পুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গতকাল সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ঘন্টা ঢাকা-রায়পুর মহাসড়কে বৈদ্যুতিক খুটি পেলে সড়ক অবরোধ করে বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, কারখানার মালিক পক্ষ ৩ মাসের বেতন, ৭ মাসের ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে তারা সড়ক অবরোধ করেছে । সোমবার তাদের সকল বকেয়া পরিশোধ করার কথা থাকলেও তা করেননি কারখানা মালিক পক্ষ। তাই বাধ্য হয়েই তারা কর্মবিরতি দিয়ে সড়ক অবরোধ করেছে। এছাড়াও তারা জানান, চুক্তি অনুুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের কোন সুযোগ সুবিদা দিচ্ছে না।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পি রাণীরায়। তিনি মালিক পক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের পাওনা টাকা আদায় করা হবে র্মমে সিদ্ধান্ত দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন