রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মহানগর

সাংবাদিকদের হামলা বিচার চেয়েছেন এশিয়ান জার্নলিস্ট সোসাইটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ২:২২ এএম

সাংবাদিক ও সাধারণ জনগণের ওপরে হামলা-নির্যাতন বন্ধ ও হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে এশিয়ান জার্নালিস্ট চ্যারিটেবল সোসাইটি। গতকাল বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে হামলাকারীদের গ্রেফতার ও গণমাধ্যমের ওপর আরোপিত বিধি-নিষেধ প্রত্যাহারের দাবিতে এক সমাবেশে এ দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী।
সোসাইটির সভাপতি মোজাহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ডিইউজের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী, সাবেক সভাপতি আবদুল কবি আবদুল হাই শিকদার, বিএফইউজের একাংশের সহ সভাপতি নুরুল আলম রোকন, ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন