শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৮, ১২:০৬ এএম

বগুড়ার গাবতলীতে রাঁতের আধাঁরে সড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে খায়রুল ইসলাম (৩০) নামের এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তিনজন পুলিশ। গত বুধবার দিবাগত রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের কুচিয়ামারী ব্রীজের কাছে এই ঘটনা ঘটে।
জানা গেছে, আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাসার উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ সড়কে রাতের বেলায় টহল পুলিশের ব্যবস্থা জোরদার করে। গত বুধবার রাতে একদল পুলিশ সুখানপুকুর-সৈয়দ আহম্মেদ সড়কে টহল দিচ্ছিল। রাত আড়াইটায় উল্লেখিত কুচিয়ামারী ব্রীজ এলাকায় খায়রুলের নেতৃত্বে ৫/৭জনের একদল ডাকাত কয়েকটি গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে ওই টহলরত পুলিশ থানা পুলিশের উর্ধতন পুলিশ কর্মকর্তাদের খবর দেয়। এরপর পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল এলোপাতারী গুলি ছোঁড়ে। এ সময় এসআই জাহিদ, এএসআই আওয়াল ও হাবিব নামের ৩জন পুলিশ আহত হয়। পুলিশও পাল্টা ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে খায়রুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে রাত ৩টা ২০মিনিটে বগুড়া শজিমেক হাসাপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খায়রুল গতকাল সকাল ৬টা ২০মিনিটে মারা যায়। ময়না তদন্তের জন্য খায়রুলের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, খায়রুল গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি গ্রামের আব্দুল খালেকের ছেলে। তবে বর্তমানে সে উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের প্রথমারছেও গ্রামে বসবাস করছিলো। তার বিরুদ্ধে ৩টি ডাকাতির মামলা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন