শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাউজানে ফকিরহাট বাজারে ৭ ঘন্টায় ৯৫০টি গরু বিক্রি

রাউজান (চট্টগ্রাম) থেকে | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ২:৫৪ পিএম | আপডেট : ৪:২৯ পিএম, ২০ আগস্ট, ২০১৮

রাউজান সদরের একমাত্র বৃহত ফকিরহাট বাজারে ৯৫০টি গরু আর ৩৫০টি ছাগল বিক্রি হওয়ার বড় রেকর্ড হয়েছে। উপজেলা সদরের এ বাজারটিতে এত গরু-ছাগলের ক্রয়-বিক্রয় সর্বত্রে আলোচনার কেন্দ্র বিন্দু হচ্ছে। গত রোববার বিকাল ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত একটানা ৭ ঘন্টা গরু ক্রয়-বিক্রয় হয় ফকিরহাট বাজারে। ৯৫০ টি গরু ও ৩৫০ টি ছাগল বিক্রির ব্যাপারে জানতে চাইলে ইজারাদার সাদিকুজ্জামান শফি ও মুহাম্মদ ইলিয়াছ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, বাজারে এত গরু ছাগল বিক্রি হবে ভাবতেও পারিনি।তাদের মতে কোরবানী দাতারা গরু ছাগল যে যেটি পছন্দ করেছে সেটি নিয়েই বাড়ী ফিরেছে। গ্রামের একটি বাজারে এত গরু ছাগল বিক্রি এটি বড় রেকর্ড বলে জানান, মুহাম্মদ জাহাঙ্গীর আলম নামের পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন