রাজশাহী জেলা ও মহানগর পুলিশের অভিযানে ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম জানান, রাজশাহী নগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালি থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আইয়ুব হোসেন ওরফে লিয়ন (৩২) কে ১১ পিস ইয়াবাসহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ রাহেনুল ইসলাম (৩৮) কে পাঁচ গ্রাম হেরোইনসহ আটক করে ও ডিবি পুলিশ সারোয়ার কামাল ওরফে সাগর এবং রয়েল হোসেন (৩১) কে ২০ পিস ইয়াবাসহ আটক করে।
এদিকে, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারি কমিশনার আব্দুর রাজ্জাক খানের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রজাশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে গোদাগাড়ী মডেল থানায় শামিম ইকবালকে ২০০ গ্রাম হেরোইনসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে, তানোর থানা আলম হোসেনকে দুই বোতল ফেনসিডিলসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে, মোহনপুর থানা আয়নাল হককে ১১ পিচ ইয়াবাসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। পুঠিয়া থানা দুইজনকে গ্রেফতার করেছে। বাগমারা মডেল থানা ৩ জনকে, দূর্গাপুর থানা ৪ জন গ্রেফতার করেছে। চারঘাট মডেল থানা জমসেদ আলীকে ১০ গ্রাম হেরোইনসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে। এছাড়াও বাঘা থানা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৭জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশেরই এই দুই কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন