একেধারে একটি মসজিদে ৪৭টি বছর আযান ও ইমামতি করে ইন্তেকাল করলেন ৮৫ বছর বয়সী আলহাজ্ব মৌলানা আব্দুল্লাহ প্রকাশ আব্দুল্লাহ হুজুর। রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তরসর্তা মৌলানা আব্দুল হাদী (রহঃ) বাড়ীর মরহুম মৌলানা দেলামিয়া সাব হুজুরের ছোট ভাই ও দমদমা জামে মসজিদের দীর্ঘ ৪৭ বছরের মুয়াজ্জিন ও ইমাম আলহাজ্ব সৈয়দ মৌলানা মুহাম্মদ আবদুল্লাহ গতকাল (২৭ আগস্ট) গতকাল সোমবার সকাল ৯ টায় নিজ বসত ঘরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজিউন। তিনি ভোর সকালে ফজরের নামাজও আদায় করেছিলেন। কোন ধরনের অসুস্থতা ছিলনা বলে জানান তার ছেলেরা। হঠাৎ সকাল ৯ টায় খারাপ লাগছে বলতে বলতেই ইন্তেকাল করেন এ প্রবীণ আলেমেদ্বীন। তিনি স্ত্রী,৩ ছেলে,২ মেয়ে সহ অনেক আতœীয় স্বজন রেখে যান। ১৯৭২ সাল থেকে তিনি এ মসজিদে সুললিত কন্ঠে আযান দিয়ে এলাকার যুবক পুরুষ-মহিলাকে নামাজের দিকে ধাবিত করেছেন। তার ইন্তেকালে সমগ্র এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। বিকাল ৪ টায় উত্তরসর্তা দমদমা নুরুল উলুম আহমদিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসা ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হয়। এতে শত-শত মানুষ অংশগ্রহন করেন। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন