শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

রানী গুঁড়া মসলা প্রেজেন্টস উৎসবের রেসিপি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

কুকিং স্টার ফাউন্ডেশন ও রানী গুড়া মশলা যৌথভাবে আয়োজন করেছে উৎসবের রেসিপি নামে রান্না বিষয়ক প্রতিযোগিতা। আগামী ৬ সেপ্টেম্বর হোটেল সারিনায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তুলে দেয়া হবে পুরুস্কার। তাহলে আর দেরি কেন! রান্নার রেসিপি আর রান্নার ভিডিও পাঠিয়ে জিতে নিন টিভিতে নিজের কুকিং শো উপস্থাপন করার সুযোগ সাথে দারুন সব পুরস্কার আর ঘুরে আসুন সপরিবারে কক্সবাজার থেকে। স্পেশাল রেসিপি মোবাইল অথবা যেকোন ক্যামেয়ায় ধারণকৃত ৫ থেকে ১০ মিনিটের ভিডিও পাঠিয়ে দিন পড়ড়শরহমংঃধৎনফ@মসধরষ.পড়স এই মেইল এড্রেস এ আগামী ৩০ আগস্ট এর মধ্যে। হসপিটালিটি পার্টনার হোটেল সারিনা আর রেডিও পার্টনার রেডিও নেক্সট ৯৩.২ এফএম। সহযোগিতায় মেরাকি ও বোগোবিডি ডটকম। বিস্তারিত জানতে ভিজিটঃwww.facebook.com/CookingStarFoundation. প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন