রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রোডসের রাস্তা পছন্দ হয়েছে মিরাজদের

মোসাদ্দেক ইস্যুতে কঠোর হতে পারে বিসিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

সূচীতে ছিল জিম আর ফিল্ডিং সেশন। সেই ফিল্ডিং সেশনের অনেকটা জুড়ে দেখা গেল ব্যতিক্রমী এক অনুশীলন। অনেকটা সময় ধরে ক্রিকেটারদের এক হাতে লং ক্যাচ নেওয়া অনুশীলন করালেন কোচ স্টিভ রোডস। পরে দলের প্রতিনিধি হয়ে মেহেদী হাসান মিরাজ জানালেন, ম্যাচে কাজটা সহজ করে তুলতেই এই কঠিন অনুশীলন।
এক হাতের ক্যাচ অনুশীলন কতটা কাজে দেবে, সেটির উত্তর দেবে সময়। তবে গতকাল অনুশীলন শেষে মিরাজ বললেন, কঠোর অনুশীলন উপভোগ করছেন ক্রিকেটাররা, ‘অনুশীলনে কঠোর পরিশ্রম করলে ম্যাচে কাজটা সহজ হয়ে যায়। এক হাতে যদি ক্যাচ নিতে পারি, তাহলে দুই হাতে ধরতে সহজ হয়ে যায়। সেটাই অনুশীলন করছিলাম আমরা। কঠিন ক্যাচ প্র্যাকটিস করলে ম্যাচে ক্যাচিং সহজ হয়ে যায়। অনুশীলনটা কতোটা কঠিন করা যায়, সেই চেষ্টা করছি আমরা। আমাদের সামনে খুব বেশি সময় নেই। আমরা এখানে যতটুকু সময় পাচ্ছি, সেই সময়টা আমরা কঠোর অনুশীলন করছি। অনুশীলন সঠিকভাবে করতে পারলে আমাদের ম্যাচের সময় কাজটা সহজ হয়ে যাবে।’
একদিন আগে শুরু হওয়া এশিয়া কাপের প্রস্তুতি পর্বের শুরুটায় জোর দেওয়া হচ্ছে ফিল্ডিং অনুশীলনে। এখনকার ক্রিকেটে ফিল্ডিংয়ের গুরুত্ব বুঝেই দল উন্নতির চেষ্টা করছে, বললেন মিরাজ, ‘ক্রিকেটে ব্যাটিং, বোলিং দুটিই গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফিল্ডিং। একটি ওয়ানডে ম্যাচে ২০-৩০ রান ফিল্ডিং করে বাঁচাতে পারলেই ম্যাচের মোড় ঘুরে যায়। দিন শেষে দেখা যায় সেই রানই জয় পরাজয় নির্ধারণে কাজে দেয়। সেভাবেই আমরা অনুশীলন করছি, কঠোর পরিশ্রম করছি ম্যাচ পরিস্থিতির কথা চিন্তা করে।’
এই দু’দিন অনুশীলনের বাইরে আলোচনার কেন্দবিন্দুতে একটি নাম, মোসাদ্দেক হোসেন সৈকত। স¤প্রতি তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেছেন স্ত্রী সামিয়া শারমিন। তা নিয়ে পরিস্থিতি ছিল বেশ উত্তপ্ত। তবে সব কিছু ভুলে পুর্ণোদ্যমে প্রস্তুতি সেরেছেন ২৩ বছর বয়সী এ ক্রিকেটার।
পরে মোসাদ্দেক ইস্যুতে নিজেদের অবস্থানের কথা জানায় বিসিবি। বোর্ডের পক্ষ থেকে প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘তার স্ত্রী মামলা করেছে। সেটি আদালতে চলে গেছে। আমরা চাই, তা আদালতেই নিষ্পত্তি হোক। নিজেদের বিষয়গুলো আমরা আমাদের মতো করেই দেখব। হয়তো শিগগির বসব। সংশ্লিষ্ট ক্রিকেটারদের ডাকা হবে। তাদের বক্তব্য শুনব আমরা।’
কিছুদিন পর পরই তরুণ ক্রিকেটারদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠছে। রুবেল হোসেন দিয়ে সূচনা। পরে সেই তালিকায় যুক্ত হয়েছেন আরাফাত সানী, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ শহীদ। এবার তাতে নাম উঠল মোসাদ্দেকের।
কিছু দিন আগে এ বিষয়ে আলোচনা করে বিসিবি। এমন কর্মকান্ডের জন্য কঠোর শাস্তির কথা জানায় বোর্ড। সেটি আবার মনে করিয়ে দেন সিইও, ‘এটা (অনৈতিক কর্মকান্ড) তাদের একান্ত ব্যক্তিগত, পারিবারিক ব্যাপার। অভিভাবক হিসেবে আমাদের যা করণীয় তা করব। এটুকু বলতে পারি, এসব ব্যাপারে বোর্ডের অবস্থান কঠোর হবে। এ মুহূর্তে বোর্ড প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন। তিনি যাওয়ার আগে এসব নিয়ে আলোচনা করেছেন। কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে যেটি আপনারা শিগগির জানতে পারবেন।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন