রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বোলিংয়ে বাধা নেই বিটনের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়েছিল একরাশ হতাশা নিয়ে। নিজের দ্বিতীয় ওয়ানডেতেই অভিযুক্ত হন অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে। শেষ পর্যন্ত কঠিন সময় পেরিয়ে আবারো বোলিংয়ের অনুমতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রন্সফোর্ড বিটন। ডানহাতি পেসারের বোলিং অ্যাকশন বৈধ হিসেবে অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের কর্তা সংস্থা আইসিসি।
২০১৭ সালের ২৪ ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে তিনি সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হন বিটন। পরীক্ষাগারে নিজের বোলিং অ্যাকশনকে বৈধ প্রমাণ করতে ব্যর্থ হন তিনি। ফলে তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয়। এরপর নিজের বোলিং অ্যাকশন শুধরে নেয়ার কাজে মন দেন বিটন। ১৩ আগস্ট ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে তার নতুন বোলিং অ্যাকশন যাচাই করা হয়। নতুন বোলিং অ্যাকশনে তার কনুই আইসিসির সীমা ১৫ ডিগ্রীর বেশি বাঁকেনি। ফলে বল করার ছাড়পত্র পেয়ে যান তিনি।
তবে বিটনের বোলিং অ্যাকশন অবৈধ হিসেবে সন্দেহ হলে ফের অভিযোগ জানাতে পারবেন ম্যাচ রেফারিরা। ম্যাচ রেফারিদেরকে বিটনের নতুন অ্যাকশনের ছবি এবং ভিডিও ফুটেজ দেওয়া হবে।
এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স দলে ভিড়িয়েছিল রন্সফোর্ড বিটনকে। কিন্তু বোলিং অ্যাকশনকে নিয়ে কাজ করায় খেলা হয়নি তার। ফলে তার বদলে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন ডানহাতি ফাস্ট বোলার মোহাম্মদ আহসান আলী খান। পাকিস্তানে জন্মগ্রহণ করা এ ক্রিকেটার খেলেন যুক্তরাষ্ট্রের হয়ে।
২৫ বছর বয়সী বিটন এখন পর্যন্ত ২ টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন। ২০১৭ সালে নিউজিল্যান্ড সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে সিরিজের ও নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই অভিযুক্ত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন