পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব:) কে এস মাহমুদের জানাজার নামাজ গতকাল শুক্রবার বাদ জুমা পাবনা পুরাতন পলিটেকনিক ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় বিপুল সংখ্যক ধর্ম প্রাণ মুসল্লী শরিক হন। নামাজে জানাজার আগে বিএনপি’র কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস দুলু ও হাবিবুর রহমান হাবিব দলের পক্ষ থেকে শোক জ্ঞাপন করেন। জেলা বিএনপি’র পক্ষ থেকে সেক্রেটারী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা শোক জ্ঞাপন করেন। পরে সামরিক বাহিনীর একটি চৌকস দল মরহুম কে.এস সুলতান মাহমুদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রসঙ্গত: চিকিৎসাধীন অবস্থায় কে এস মাহমুদ গত বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিক্যাল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন