শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ৭ ডাকাত আটক

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৮, ৭:০৫ পিএম

গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর দক্ষিণ জোনের অধীনস্থ সিজি বেইস ভোলা ও সিজি স্টেশন হাতিয়া কর্তৃক বিশেষ আভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নোয়াখালীর হাতিয়া থানাধীন ব্রিজ বাজার এলাকায় অবস্থানরত ডাকাত তাহের বাহিনীর আস্তানায় অভিযান চালালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত তাহের কোস্ট গার্ডকে উদ্দেশ্য করে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে তাহেরের প্রধান সহযোগীসহ ৭ জন সক্রিয় ডাকাতকে ৬ টি দেশীয় অস্ত্র, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ টি ধারলো রামদা, ৩ টি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকাসহ আটক করা হয়। এসময় ২ জন কোস্ট গার্ড সদস্য আহত হয়। পরবর্তীতে অস্ত্র, গুলি, রামদা, মোবাইল ও টাকাসহ ডাকাতদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন