শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সরিষাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১২:০৪ পিএম

সরিষাবাড়ী উপজেলার পৌর এলাকার ঝালুপাড়া থেকে সোমবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৪জনকে গ্রেফতার করে সরিষাবাড়ী থানা পুলিশ। গ্রেফতার কৃত ঐ জন হচ্ছেন সরিষবাড়ী আরামনগর বাজার এলাকার রাখাল ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (২৮) জোতিষ চন্দ্র ঘোষের ছেলে (৩০) সবুজ সাহা (২৫) আজজুর রহমানের ছেলে রাজিব মিয়া (৩০) ও আলাল উদ্দিনের ছেলে কবির হোসেন(৩২)। সরিষাবাড়ী থানা পুলিশ সুত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ঐ চারজন ঝালুপাড়া মেসার্স গিয়াস পোলটি ফার্মের কাছে মেইন রোড়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ গোপন সুত্রের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি খেলনা পিস্তল ও ৪টি দেশীয় অস্ত্র ছোড়াসহ ঐ ৪জনকে গ্রেফতার করে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানায় সোমবার রাতেই একটি মামলা হয়েছে, মামলানং-৩। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত ঐ ৪ আসামী থানায় অবস্থান করছেন এবং তাদেরকে জামালপুর জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন