শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মৌলভীবাজারে আন্তঃজেলা ডাকাত সর্দার কাজল গ্রেপ্তার

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ৪:০৩ পিএম

মৌলভীবাজার মডেল থানা পুলিশ আন্তঃ জেলা ডাকাত সর্দার সাদ্দাম হোসেন ওরফে কাজল মিয়া তার সহযোগী সাহেল মিয়া গ্রেপ্তার করেছে।
মৌলভীবাজার জেলার সাম্প্রতিক ডাকাতির ঘটনাসহ সিলেট, হবিগঞ্জ জেলার অধিকাংশ ডাকাতির অন্যতম হোতা একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী দুর্ধর্ষ এ ডাকাতকে শেরপুর বাজার এলাকা থেকে গ্রেফতার হয়।
২৯ মার্চ রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে অফিসার ইনচার্জ, মোঃ আলমগীর হোসেন, ইন্সপেক্টর (তদন্ত), পরিমল চন্দ্র দেব, ইন্সপেক্টর (অপারেশন্স), মোঃ হুমাযুন কবির, এসআই জিয়াউলসহ সদর থানা পুলিশের একটি বিশেষ টীম অভিযান পরিচালনা করে। এ সময় কুখ্যাত, দুর্ধর্ষ ডাকাতকে তার অপর সহযোগী সাহেল মিয়াসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার করার সময় ডাকাত সাদ্দামের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি বিদেশী চাকু উদ্ধার করে।
ডাকাত সাদ্দাম হোসেন প্রকাশ কাজল মিয়ার নামে মৌলভীবাজার মডেল থানাসহ সিলেট জেলার ওসমানীনগর, জৈন্তাপুর, বিশ্বনাথ থানায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় ৬ টি ডাকাতি মামলা সহ খুন, চুরি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইনের মামলাসহ সর্বমোট ১৩টি মামলা রুজু আছে, যা বিজ্ঞ আদালতে বিচারাধীন ও তদন্তাধীন।
গত ১ মার্চ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামের ছালিক মাষ্টার এর বাড়িতে যে ডাকাতির ঘটনাটি তার নেতৃত্বে ছিল। উক্ত ডাকাতি সংঘটনের পর পর পুলিশের বিশেষ অভিযানে পুলিশের সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটে।
গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থলে মোঃ কামাল হোসেন বুলু নামের একজন ডাকাত নিহত হয় এবং অপর দুইজন ডাকাত গ্রেপ্তার হয়। ঘটনাস্থল থেকে সাদ্দাম হোসেন প্রকাশ কাজল মিয়া তাহার সহযোগী ডাকাতদের নিয়ে পালিয়ে যায়। সংগঠিত ডাকাতির ঘটনায় শতভাগ লুন্ঠিত মালামাল সহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি অস্ত্র, গুলি ও সিএনজি উদ্ধার হয়। উক্ত কুখ্যাত ডাকাত শুধু ডাকাতিই করে তা নয় বরং সে নতুন নতুন যুবক ছেলেদেরকে তার দলে ভীড়ায়। তাদের দুধর্ষ ডাকাতির আতংকে থাকে মৌলভীবাজারসহ পার্শ্ববর্তী জেলাসমূহের বাসিন্দাগণ। তাদের গ্রেফতারের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে মৌলভীবাজারের জনসাধারন। এ গ্রেফতারের ফলে মৌলভীবাজারে ডাকাতির মতো ঘৃন্য কার্যক্রম অনেকাংশে নির্মূল করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়াও ডাকাত সাদ্দাম হোসেন প্রকাশ কাজলের সহযোগী অপর একজন ডাকাত সাহেলকে আথানগিরী এলাকা থেকে কে গ্রেফতার করা হয়। তাহাদেরকে আদালতে সোপর্দ করা হইয়াছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন