আগামী জাতীয় নির্বাচনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইকবাল হোসাইনসহ সাত জামায়াত ও শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শহরের পাথরতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
অধ্যক্ষ ইকবাল হোসাইন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি। তার বাড়ি জেলা শহরে। তাৎক্ষণিক অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
পাবনা সদর থানার ওসি ওবায়দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে জেলা জামায়াতের সেক্রেটারি (সাধারণ সম্পাদক) পাবনা ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসাইনসহ সাত জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বেশ কিছু মামলা রয়েছে।
আটকদের জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন