সিলেট সিটি করপোরেশনসহ বিভাগের চার জেলায় আদমশুমারির তথ্য সংগ্রহ শুরু হচ্ছে ২৭ সেপ্টেম্বর। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত এই তথ্য সংগ্রহ অভিযান অব্যাগত থাকবে। গতকাল বুধবার সকালে এ উপলক্ষে বিভাগীয় পরিসংখ্যান ব্যুরো সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়।
সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় শুমারি কমিটির সভায় সভাপতিত্ব করেন সিসিকের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। পরিসংখ্যান ব্যুরো সিলেটের যুগ্ম পরিচালক এস এম আনিসুজ্জামান ও সিসিকের ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন